Sunday , June 4 2023

আগেই জানা গেল Moto G7, G7 Plus আর Z4 ফোনের স্পেসিফিকেশান



[ad_1]

এর পরবর্তী বাজেট স্মার্টফোন Motorola Moto Moto আর G7 G7 Plus ব্যবহারকারীদের জন্য বাজারে আসার কথা আগামী বছর. Moto Z4 ও আগামী বছর ছাড়ার প্ল্যান রয়েছে মটোরোলার.

ট্রাডিশন অনুযায়ী ফোনগুলোর ব্যাপারে ক্রেজ তৈরীর জন্য কিছু কিছু স্পেক বাজারে লিক হওয়া শুরু করেছে.

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, Moto Z4 ফোনে থাকতে চলেছে Qualcomm এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন চিপসেট 8150.

জনপ্রিয় টিপস্টার অ্যান্ড্রি ইয়াটিমের টুইট থেকে জানা গেছে, Moto G7 ফোনে থাকবে স্ন্যাপড্রাগন 660 চিপসেট 4 জিবি র্যাম আর 3২ জিবি স্টোরেজ. হাই এন্ড Moto Plus G7 এ থাকবে স্ন্যাপড্রাগন 700 সিরিজের চিপসেট.

এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন 710 চিপসেট. সাথে থাকবে 4 জিবি বা 6 জিবি র্যাম আর 64 জিবি ইন্টারনাল স্টোরেজ.

Moto Z4 ফোনে থাকতে চলেছে কোয়ালকম এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন চিপসেট 8150. সাথে থাকবে 6 জিবি র্যাম আর 64/1২8 জিবি স্টোরেজ. তবে এই ফোনে এক্সপ্যান্ডেবেল স্টোরেজ ব্যবহার করা যাবে কী না জানা যায়নি.

ইতিমধ্যেই একাধিক ছবিতে দেখা গিয়েছে আর Moto Moto G7 G7 Plus ফোনে থাকতে চলেছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে. এছাড়াও থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ. ডিসপ্লের নীচে থাকবে Motorola লোগো.

[ad_2]
Source link