[ad_1]

ছবি: গেটি ইমেজেস
বল টেম্পারিংয়ের দায় কাঁধে নিয়ে নির্বাসিত জাতীয় দল থেকে. তাইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ. এবার তিনি ব্যাট হাতে মাঠ মাতাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে. আজ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন.
ভিডিও বার্তায় স্টিভেন স্মিথ বলেন, 'হাই বাংলাদেশ, আমি স্মিথ সত্যিই ভীষণ খুশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অংশ হতে পেরে.' এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধন্যবাদ জানিয়ে স্মিথ আরও বলেন, 'ধন্যবাদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমাকে সুযোগ দেওয়ার জন্য.'
স্মিথ বিপিএলে কুমিল্লার পঞ্চম ম্যাচ হতে দলের সঙ্গে যোগ দিবেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লার টিম ম্যানেজমেন্ট. শোয়েব মালিক চার ম্যাচ খেলে চলে যাবেন জাতীয় দলের দায়িত্ব পালনে. আর ঠিক পঞ্চম থেকে দলের সাথে যোগ দেবেন অজি তারকা স্টিভেন স্মিথ.
আগামী 5 ই জানুয়ারি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর -চিটাগংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের 6 ষ্ঠ আসরের. সিলেটের বিপক্ষে 6 ই জানুয়ারি প্রথম ম্যাচ খেলতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স. পর্দা নামবে 19 ই ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে.
Source link